আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পুকুরে গোসল করতে নেমে রুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ মে সোমবার দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কলসদহপাড়া গ্রামে ফুফু রত্না বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। রত্না বেগম ওই এলাকার রোস্তমের স্ত্রী। রুমা আক্তার বগুড়ার গাবতলি উপজেলার উজগ্রামের রতনের একমাত্র কন্যা।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ৬ বছরের ফুফাতো ভাইসহ রুমা আক্তার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। পরে রুমা পানিতে নিখোঁজ হলে ফুফাতো ভাই বাড়ি গিয়ে পরিবারকে জানায়। পরিবার এসে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উত্তোলন করে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন জানান, ঘটনা শুনে আমি সেখানে যাই। গিয়ে জানতে পারি দুপুর ১টার দিকে তিনটা শিশু পানিতে নেমে গোসল করছিলো। পরে মেয়েটি ডুব দিয়ে আর না ওঠায় সাথে থাকা দুইজন পরিবারের কাছে খবর দেয়। তারা এসে তাকে মৃত্যু উত্তোলন করেন।
পরিবার সূত্রে জানা যায়, রতন প্রবাসে যাওয়া উপলক্ষে তার বোনের বাড়িতে গতকাল রবিবার দাওয়াত খেতে যান। একদিন পরে সেখানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ঘটনাটি আমার নলেজে নেই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
Leave a Reply