স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা বঙ্গবন্ধু ও প্রগতি মেধা অন্বেষণ পর্ষদ এর উদ্যোগে অন্বেষণ-২০২১ এর পুরস্কার বিতরণ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লেকচারার ও বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক মন্ডল, তাহেরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন,
ছাত্র নেতা নূরে আলম লিখন, মহিলা আওয়ামী লীগ নেত্রী অছিয়া আক্তার রুনা, ছাত্র নেতা রায়হান, রবিউল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com