গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার বগুড়াঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বগুড়ার সোনাতলায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকাল ৪ টায় সোনাতলা উপজেলার ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
খেলা উদ্বোধন করেন, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন হিরু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাতলার মুলবাড়ি দিশারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম রহমান সাগর, প্রধান পৃষ্টপোশকতায় ছিলেন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ জান্নাতুল আলম দুখু, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, সার্বিক তত্বাবধানে ছিলেন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবেন, সোনাতলা আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি বনাম আল-আমিন ক্রীড়া চক্র বগুড়া।
খেলায় ০-১ গোলে আল-আমিন ক্রীড়া চক্র কে হারিয়ে আব্দুল মান্নান স্পোর্টস একাডেমি সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন। ম্যাচ রেফারি আনারুল কবির সহকারী ম্যাচ রেফারি জুয়েল শেখ এবং আব্দুল মোমিন জুয়েল। ক্রীড়া ভাষ্যকার রফিকুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com