আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ সংগ্রাম, স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ আগষ্ট সোমবার বিকেলে উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সেলাই মেশিন বিতরণ করেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাহাদারা মান্নান। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, উপজেলা পরিসংখ্যান অফিসার সামিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা উপপুলিশ কর্মকর্তা নুর ইসলাম প্রমূখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন নতুন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ নাথ সাহা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল হাসান, সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বী, উপজেলা মডেল কেয়ারটেকারসহ সুবিধা ভোগীরা। অনুষ্ঠান শেষে ১০ জন অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিনগ বিতরণ করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com