আব্দুর রাজ্জাক, সোনাতলা: বগুড়ার সোনাতলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পুর্ব সুজাইতপুর গ্রামের মুজিব কেল্লায় ও তেকানী চুকাইনগর ইউনিয়নের ভিকুনেরপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৪০০ পরিবারের মধ্য এ খাদ্য বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদূর রহমান, সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, সোনাতলা থানা কর্মকর্তা বাবু কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, পাকুল্লা ইউনিয়নের একেএম চেয়ারম্যান লতিফুল বারী টিমসহ অনেকে।
খাদ্যসামগ্রী পেয়ে মাঝিপাড়া এলাকার শ্রী সুবাস দাশ বলেন, 'কয়েকদিন ধরেই পানিতে বাড়িঘর নিমজ্জিত। খাবার বলতে কিছুই ছিলো না ঘরে। এসময় এ খাবারই এখন ভরসা আমাদের'।
খাদ্যসামগ্রী বিতরণ কালে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, 'ইতিমধ্যই আমরা বানভাসীদের জন্য ৫০ লক্ষ্য টাকা, ৫০০ মেট্রিক টন জিআর এর চাল ও ৫০০ প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে'।
বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, 'বন্যাদুর্গত এলাকার খোজ খবর আমরা সব সময় রাখছি। কেউ যাতে খাদ্য সংকটে না পরে বা খাদ্য অভাবে না থাকে এজন্য ইউএনওসহ সকল জনপ্রতিনিধিদের জোর তাগিদ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন, ইনশাআল্লাহ কোনো বানবাসীর খাবারের কোনো কষ্ট হবে না'।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com