আব্দুর রাজ্জাকঃ বগুড়ার সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফজলুল হক হ্রদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না… রাজিউন)। ২০ মার্চ দিবাগত রাত সাড়ে ৩ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
২১ মার্চ বাদ যোহর ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের বাড়ি কাবিলপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি উপজেলার কাবিলপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হ্রদ রোগে আক্রান্ত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৮ বছর। মৃতুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বগুড়া-১ সোনাতলা-সারিয়াকান্দী আসনের এমপি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, মাদরাসার সভাপতি নবীন আনোয়ার কমরেড, সাবেক ভাইচ চেয়ারম্যান এনামুলহক মন্ডল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ অনেকে।
তিনি সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদ্রসায় ১৯৭৪ সাল হতে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রথমাবস্থায় সুপারিন্টেডেন্ট পরে অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন। উক্ত মাদরাসার বর্তমান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান আনসারী বলেন, তিনি অত্যান্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, আরবী, উর্দূ, ফারসী ও ইংরেজী ভাষায় পান্ডিত্য অর্জন করেছিলেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। জ্ঞান দান করাই তার নেশা ছিল। তার শিক্ষা গ্রহণ করে অনেক জ্ঞানী, শিক্ষক অত্র প্রতিষ্ঠান থেকে বেড়িয়ে গেছেন।
Leave a Reply