1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনাতলায় বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৯

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় দিগদাইড় ইউনিয়নের লক্ষীনারায়ন পাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। ২৭ জুন (শুক্রবার) বেলা তিনটার দিকে সোনাতলার লক্ষীনারায়ন পাড়ার হিমাংশু মহন্তের বাড়িতে অবস্থিত জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু করে কর্পূর বাজার হয়ে প্রায় ৪ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে একই গ্রামের অনাথ রায়ের বাড়িতে অবস্থিত জগন্নাথ মন্দিরে রথটি রেখে দেওয়া হয়।

রথযাত্রায় হিমাংশু মহন্ত,মানিক মহন্ত,মথুর চন্দ্র রায়,দুলাল মাষ্টার,পিযুশ রায়,অরবিন্দ রায়,মালতী রানী সহ ওই এলাকার হাজারো হিন্দু নারী-পুরুষ অংশগ্রহন করেন।

৯ দিন পরে ৫ জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথের শোভাযাত্রা অনাথ রায়ের জগন্নাথ মন্দির থেকে হিমাংশু মহন্তের বাড়িতে অবস্থিত জগন্নাথ মন্দিরে আসবে।

শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ৯দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের এ রথযাত্রার আয়োজন করেছে সোনাতলার লক্ষীনারায়ণ পাড়া ও চিল্লি পাড়ার হিন্দু ধর্মালম্বীরা । শুক্রবার সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় শুভ রথযাত্রার আনুষ্ঠানিকতা।

এ ব্যাপারে আয়োজনকারী কমিটির হিমাংশু মহন্ত ও মথুর চন্দ্র রায় জানান, ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা,শোভাযাত্রা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ।

রথযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল সোনাতলা থানা পুলিশ ও আয়োজন কমিটি দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবক দল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক জানান, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আনন্দের সহিত উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষথেকে সব ধরনের সহযোগিতা থাকবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলার সর্বোচ্চ এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট