আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ঐ ব্যক্তি উপজেলার শিহিপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত ভিক্ষু সাকিদারের ছেলে চেনু সাকিদার (৫০)। ২৪ ডিসেম্বর রবিবার রাতে সোনাতলা থানার এসআই আক্কাস আলী ও এসআই মাহমুদুল ইসলাম অভিযান চালিয়ে দিবাগত রাত ১২টায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হোন।
স্থানীয় সুত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর শনিবার বেলা দেড়টার দিকে ঐ গৃহবধূকে কৌশলে নিজ বাসায় ডেকে নেয় চেনু সাকিদার। তারপর তাকে ধর্ষণ করেন।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, 'উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ২৪ তারিখ বিকাল ৪ টায় থানায় মামলা দায়ের করেন এবং আমরা দিবাগত রাতেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই'।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, 'উক্ত মামলায় আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার ওই নারীকে মেডিকেল পরিক্ষার জন্য বগুড়া মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে'।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com