সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালী নদী থেকে এক অজ্ঞাতনামা ৩০-৩৫ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজ সংলগ্ন বিশ^নাথপুর গ্রামের বাঙালী নদীর তীরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সোনাতলা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাÐ না অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।’’
Leave a Reply