সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বাঙ্গলী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ৭ টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস ও একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট কাজে জড়িত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, সারিয়াকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: আরাফাত এবং সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়াঘাট সেতুর উত্তর-দক্ষিন পাশে দীর্ঘদিন যাবত বাঙ্গালী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের রমরমা ব্যাসা চলে আসছিলো। এরপর উত্তোলনকৃত বালুগুলো এক্সেভেটর মেশিনের মাধ্যমে ট্রাক্টর ও দশ চাকা বিশিষ্ট ড্রামট্রাক ব্যাবহার করে বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও একটি এক্সেভেটর মেশিন জব্দ সহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকিছু প্লাস্টিকের পাইপও অকেজো করা হয়। জব্দকৃত এক্সেভেটর মেশিন সোনাতলা থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে আটককৃত ব্যাক্তিরা হলো সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের মৃত রজব আলীর ছেলে মোস্তাফিজার (৫২), একই এলাকার চান মিয়ার ছেলে শাহ আলম (৩৫), চর বিশ্বনাথ পুড় এলাকার ফরিদ আকন্দের ছেলে জাকিরুল ইসলাম (২৮), বিশ্বনাথ পুড় এলাকার দবীর উদ্দিনের ছেলে শাহ আলম (৩৫), গাইবান্ধা সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া এলাকার অক্ষব আলীর ছেলে মোনজার রহমান (৪০), একই উপজেলার বায়োজিত নগর এলাকার আলতাব আলীর ছেলে মো: তনু (১৮) ও গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুড় এলাকার ফুল মিয়ার ছেলে আব্দুল মোমিন (২২)।
এসময় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে ৭জন লেবারকে পাওয়া গেছে তারা সঠিক তথ্য না দেয়ায় তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ও ১৫ (১) ধারায় ১ মাসের বিনাশ্রমে জেল দেয়া হয়েছে। এদিকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস এবং একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com