স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালি নদী থেকে শাজাহান মিয়া (৩২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আজ বুধবার রাত ৯টার দিকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
সোনাতলা ফায়ার সার্ভিস জানায়, আজ বুধবার বিকেলে ফুটবল খেলা শেষে ৪ জন যুবক নদীতে গোসল করতে নামে। এরপর ৩ জন গোসল করে উঠলেও একজন পানিতে ডুবে যায়। স্হানীয় লোকজন খোজা খুজির করে না পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। সংবাদ পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার ফাইটার উজ্জ্বল মিয়া উদ্ধার অভিযানে নদীতে নেমে লাশ সনাক্ত করে এবং এক ঘন্টা চেষ্টার পর রাত ৯টার দিকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রউফ বিষয়টি সোনাতলা সংবাদকে নিশ্চিত করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com