স্টাফ রিপোর্টার: রাতের খাওয়া-দাওয়া শেষে স্বামী গেলেন বাঙালী নদীতে মাছ ধরতে। স্ত্রী নিজঘরে ঘুমিয়ে পড়েন। স্বামীর অনুপস্থিতির সুযোগে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেছে মর্মে অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১২ মে দিবাগত রাতে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের কোরাডাঙ্গা গ্রামে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ ঘটনার রাতে নিজ ঘরে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বামী বাঙালি নদীতে মাছ ধরতে যান। রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে স্থানীয় বাসিন্দা মোঃ তারু ওরফে ইসরাফিল (৬০) কৌশলে তাদের ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় ওই গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে আসেন এবং স্ত্রীর গোঙানির শব্দ শুনতে পেয়ে দরজাভেঙে ঘরে ঢুকে অভিযুক্ত তারুকে ঝাপটে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলেন।
পরে স্বামীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে, অভিযুক্ত তারুর ছেলে আব্দুর রহিম (৩০) তার সহযোগী আইজুল ইসলাম (৩০), রঙ্গিন (২৫), মিনু (৩০) ও সিদ্দিক (২৬) নিয়ে গৃহবধুর স্বামীর ওপর হামলা চালায় এবং অভিযুক্ত তারুকে ছিনিয়ে নিয়ে যায়।
পরদিন ১৭ মে ভুক্তভোগী গৃহবধু সোনাতলা থানায় ৬জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি মো. মিলাদুন নবী 'সোনাতলা সংবাদকে বলেন, ধর্ষণ ও হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকলেও তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com