আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বাড়ির সীমানার পাশে পাইপ বসানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
গত শুক্রবার বিকেল চারটার দিকে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় (মিয়া বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত মজিবর সরকারের ছেলে জহুরুল ইসলাম (৫০), জহুরুল ইসলামের ছেলে এরশাদ সরকার (৩৪) ও তার নবম শ্রেণী পড়ুয়া মেয়ে। উক্ত ঘটনায় সোনাতলা থানায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় পাইপ বসানোকে কেন্দ্র করে গত শুক্রবারে স্থানীয়ভাবে একটি শালিস বসে। শালিসে উভয়পক্ষ উচ্চ বাক্য বিনিময় করেন। এরপর ওই দিনই বিকেল চারটার দিকে ফেরার পথে মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে মো: সিরাজ ও এরশাদের মধ্য কথা-কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় তারা তিনজন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত সোনাতলা হাসপাতালে নিয়ে যান’।
এ ঘটনায় এরশাদ বাদী হয়ে মো: সিরাজুল ইসলামকে প্রধান বিবাদী করে পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর প্রতিপক্ষরাও থানায় একটি অভিযোগ দেন।
এ বিষয়ে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম জানান, জহুরুল ইসলাম আমার চাচা তাকে মারার প্রশ্নই আসে না। তবে এরশাদের সাথে আমার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে মাত্র।
এ বিষয়ে সোনাতলা থানার এএসআই আতিকুর রহমান বলেন, ‘উভয়েরই অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে’।
Leave a Reply