আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকায় বাড়ি ফেরার পথে দুলাল হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী দূবৃত্তের হাতে খুন হয়েছে।
নিহত দুলাল হোসেন গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামের ছাকাওয়াত হোসেন সাফাতের ছেলে। ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে বটতলা ফাতেমা ক্লিনিকের সামনে।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় দুলাল হোসেন বটতলায় অবস্থিত মুদি দোকান থেকে সুখানপুকুরে তার নিজ বাড়ি উত্তর নয়াপাড়া গ্রামে ফেরার পথে ফাতেমা ক্লিনিকের সামনে পৌছিলে আগে থেকেই ওৎ পেতে থাকা দূবৃেত্তর একজন হাসুয়া দিয়ে পিছন থেকে দুলাল হোসেনের ঘাড়ে কোপ দেয়।
এসময় সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, বটতলা এলাকার জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে তার দীর্ঘদিন ধরে পরকিয়ার সম্পর্ক ছিল। একারনে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারনা করছে।
এব্যাপারে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এবিষয়ে এখনো মামলা হয়নি। তবে পরকিয়ার কারনে খুন হয়েছে বলে জানতে পেয়েছি।
ভিডিও সংবাদ দেখুন
[embedyt] https://www.youtube.com/watch?v=lYtcne1t4UE[/embedyt]
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com