1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনাতলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন তাসলিমা

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬৭৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আদর, স্নেহ, ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার নাম বাবা। সেই বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বগুড়া সোনাতলার মোছা. মুসলিমা আকতার তাসলিমা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাবার লাশ বাড়িতে রেখেই সে পরীক্ষা কেন্দ্রে যায়।

মুসলিমা আকতার তাসলিমা উপজেলার হরিখালি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মোস্তাফিজার রহমান মোস্তা। তিন ভাই-বোনের মধ্যে তাসলিমা সবার ছোট। তাদের বাড়ি সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়িহাঁসরাজ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজার রহমান মোস্তা গত সোমবার সন্ধ্যা দিকে হরিখালি বাজারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই তাসলিমা পরীক্ষা দিতে যায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। বেলা ১১টার দিকে তার বাবার দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

হরিখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি তাসলিমার বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিয়েছি। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামাণিক বলেন, ‘মুসলিমা আকতার তাসলিমার বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালো ফল করে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট