আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে ঘুম ঘুম চোখে বালু বোঝাই ট্রাক্টর চালাতে গিয়ে চাকার নিচে পৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে।
জানাযায়, আড়িয়াঘাট এলাকার বালু ব্যবসায়ী নুর আলমের ট্রাক্টর গাড়ির চালক শিহাব (১৬), প্রতিদিনের ন্যায় ৩০ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে মধুপুর বাঙালি নদীর পাড়ে বালু পয়েন্ট থেকে ট্রাক্টর গাড়ি বোঝাই করে কালাই হাঁটা গ্রামের দিকে যাচ্ছিলো। পথে আড়িয়াঘাট এলাকায় 'ছ' মিলের সামনে গাড়ি থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে প্রেরণ করেন । শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। খবর শুনে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিহাব মধুপুর এলাকার শামসুল হকের ছেলে। সে দুই বছর যাবত বালু ব্যবসায়ী নূরে আলমের ট্রাক্টর চালিয়ে আসছে।
বালু ব্যবসায়ী ট্রাক্টরের মালিক নুর আলমের সাথে কথা বললে তিনি জানান, রাতে নির্বাচনী বিভিন্ন কাজ করে সকালে ঘুম ঘুম চোখে গাড়ি চালানো অবস্থায় সে এঘটনা ঘটায়।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেডিকেল রিপোর্ট চেয়েছিল আমরা তা দিয়েছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com