আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ জামায়াত -বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির ও অঙ্গদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে সকাল ১০টায় পৌর এলাকার শাহবাজপুর থেকে ঘোহাপীর হয়ে বড় বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় অবরোধ সমর্থন করে নানা ধরনের স্লোগান দেন তারা। বিক্ষোভে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকালে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি সাহাদারা মান্নান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় হতে বিএনপির হরতাল, অবরোধ, ভাংচুর , অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com