স্টাফ রিপোর্টারঃ সোনাতলায় ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। উপজেলার বালুয়া ইউনিয়নের আটকরিয়া এলাকার আব্দুস সালাম বাদি হয়ে সাবেক এমপি সাহাদারা মান্নান শিল্পীকে প্রধান আসামী করে ১৪৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরের ১৩ তারিখে বালুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের প্রেক্ষিতে মামালা দায়ের করেন তিনি। সোনাতলা-সারিয়াকান্দী আসনের এমপি প্রার্থী শাহাজাদী আলম লিপি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটোসহ আওয়ামীয় বিভিন্ন নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে বাদি আব্দুস সালামের নিকট দেরিতে মামালা দায়ের করার কারন জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো। এ কথা বলে তিনি ফোন কেটে দেন।
মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচারর্জ (ওসি) বলেন, আব্দুস সালাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। প্রয়োজনীয় তদন্তানুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com