স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ২০১৫ সালে বিএনপির পাটি অফিস ভাংচুর মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মশিউর রহমান রানাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মামলায় ১৩০ জন নামীয় ৫০/৬০ অজ্ঞাত করে ১৬ সেপ্টেম্বর -২০২৪ সালে বিএনপি নেতা জহুরুল ইসলাম মন্ডল শেফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযো ও লুটপাটের মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি -২০১৫ সালে সন্ধ্যায় অভিযুক্ত প্রায় ২শ জনের আওয়ামী লীগের একটি বহর উপজেলার মাদ্রাসা রোডে উপজেলা বিএনপি কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ করে। ককটেল বিস্ফোরণ করে জনশুন্য করে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।
এ ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা জহুরুল ইসলাম মন্ডল শেফা সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী (ঈগল পাখি প্রতিক) মোস্তাফিজুর রহমান শ্যামল, ছালেক সোলার পাওয়ার লিঃ স্বত্ত্বাধিকারী ছালেক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেকসহ ১৩০ জন নামীয় ৫০/৬০ জন অজ্ঞাত করে ১৬ সেপ্টেম্বর -২০২৪ হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা দায়ের করেন। এজাহার সূত্রে আরও জানা যায় ওই সময় কার্যালয় হতে প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার টাকার মালামাল লুট করে অভিযুক্তরা।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, ২০১৫ সালে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ১৩০ ও অজ্ঞাত ৫০/৬০ জনের নামে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় গতকাল ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply