রিমন আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ২ ইউপি সদস্যসহ ৩ জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালি বাজার এলাকার মৃত দবির হোসেন মন্ডলের ছেলে আ’লীগ নেতা মো. মিঠু মন্ডল,দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার হোসেন আকন্দের ছেলে ইউপি সদস্য ও আ’লীগ নেতা মো. মশিউর রহমান সেলিম এবং একই ইউনিয়নের মহিচরন গ্রামের মো.আব্দুল আলিম দুলা’র ছেলে ইউপি সদস ও আ’লীগ নেতা মো. লালম মিয়া। ২৩ এপ্রিল(মঙ্গলবার) ভোরে পুলিশ নিজ এলাকা থেকে তাদেরকে আটক করেছে।
জানা যায়, ২০১৫ সালে ১০ ফ্রেব্রয়ারি সোনাতলা উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ এনে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর বিএনপি নেতা মো. জহুরুল ইসলাম সেফা মন্ডল বাদী হয়ে ১৩০জন আ’লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। মো. মিঠু মন্ডল এ মামলার ৩১নং আসামী। এছাড়াও মিঠুর নামে আরো একটি মামলা রয়েছে। মো. মশিউর রহমান সেলিম ৮১নং ও মো. লালন মিয়া এ মামলার ৮৬নং আসামী।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বলেন, আটককৃত তিন ব্যক্তি অত্র থানার এজাহার নামীয় আসামী। তাদেরকে আজ পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply