স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামের বিএনপি নেতা শহিদুল ইসলাম (বিটিশ) শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। ওইদিন বিকাল ৩টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। শহিদুল ইসলাম ওই গ্রামের মরহুম মোহাম্মদ আলী বুদা মন্ডলের দ্বিতীয় ছেলে। তিনি বালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ছিলেন।
জানাজা পূর্ব বিএনপির এ নেতাকে নিয়ে সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করতে গিয়ে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, আজ আমরা যার জানাজায় দাঁড়িয়েছি সে ছিলো বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। বিএনপির দুর্দিনে তিনি দলকে সহযোগিতা করেছেন। শহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
স্মৃতিচারণে আরো অংশ নেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীন আনজু,মরহুমের ভাতিজা মিজানুর রহমান নয়ন ও ভাগিনা শাহীন। স্মৃতিচারণ করতে গিয়ে তারাও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাংগাঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এমজেড ইসলাম কামাল, বালয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামীম হোসেন, কৃষকদলের সভাপতি আনিসুর রহমান আনিছ সহ বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী,এলাকার মুসুল্লি ও দূর দুরান্তর থেকে আগত আত্মীয় স্বজনরা।
Leave a Reply