আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় বিদেশ যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত , মামলায় ৪জনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার জোড়গাছা ইউনিয়নের গ্রামকরমজায়। এ ঘটনায় প্রতিপক্ষের রশিদ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ও অপর পক্ষের গ্রাম করমজার টুকু প্রাং এর ছেলে মহিদুল ইসলাম মুঞ্জু, রঞ্জু, এবং রঞ্জুর স্ত্রী ছালমা বেগম বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় মহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, বছর খানেক আগে গ্রাম করমজার আছির উদ্দিনের ছেলে মিলন একই এলাকার ইসলাম কে বিদেশ নিয়ে যায়। ইসলাম বিদেশে ৯মাস থাকার পর কাজ ভালো না লাগায় দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে মিলনকে দোষারোপ করে তাকে ভালো কাজ দেওয়া হয়নি বলে। এক পর্যায়ে বিদেশ যাওয়ার টাকা ফেরত চায়। এ নিয়ে মিলন ও ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরেই মনমালিন্য হয়ে আসছে। গত ১মাস আগে স্থানীয় ভাবে দু মাস সময় দিয়ে ৭০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন শালিশি বৈঠকে। ঘটনার আগের দিন একই এলাকার টুকু প্রাং এর ছেলে মুঞ্জু ঘটনার দিন ইসলামের চাচা শ্বশুর রশিদ কে জানায় মিলনের সবকিছু করফার্ম বিদেশ চলে যাচ্ছে অকে আটকে দেন। একথা বলায় সাথে রশিদ ও তার ভাতিজি জামাই ইসলাম মুঞ্জুর উপর চড়াও হয় তুই মিলনকে যেতে সহযোগিতা করছিস। একথা বলার সাথে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে রশিদ ও ইসলামের লোকজন ক্ষিপ্ত হয়ে মুঞ্জুকে এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে। ঘটনা শুনে তার ভাই রঞ্জু ও বড় ভাই মহিদুল ভাবি ছালমা বেগম এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে। এতে তারা ৪জন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় তাৎক্ষণিক থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান আহতদের সাথে কথা বলে পরিবারের সদস্যদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। মামলা রুজু করেন ৪জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, মামলা রুজু করা হয়েছে ৪জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply