স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে সাউন্ডবক্স বাজিয়ে স্কুল চলাকালিন সময়ে পালিত হলো দশম শ্রেনীর স্কুলছাত্রের জন্মদিন। অভিযোগ রয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই স্কুলছাত্রদের জন্মদিন পালন হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেছেন, তিনি বিষয়টি জানেন না। কারন হিসেবে তিনি বলেন, আজ সোমবার তিনি বিদ্যালয়েই ছিলেন না।
স্থানীয়রা জানিয়েছে, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাথে আরও ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, শিহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দ আহম্মদ কলেজ। বিদ্যালয়ে জন্মদিন পালন করা ভোকেশনাল বিভাগের দশম শ্রেনীর ছাত্র বিপ্লব মিয়া সকাল ৯টার দিকে বিদ্যালয়ে ২টি সাউন্ডবক্স নিয়ে আসে। এবং উচ্চস্বরে বক্স বাজাতে থাকে।
এতে সাধারন ছাত্ররা এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ স্থানীয় মেম্বার রবিউল ইসলামকে বিদ্যালয়ে ডেকে নেন। এসময় ছাত্রদের সাথে বসে বিদ্যালয়ের ছষ্ঠ ক্লাশ বন্ধ রেখে জন্মদিন পালনের অনুমতি দেওয়া হয়। যদিও টিফিনের সময় থেকেই সাউন্ডবক্স বাজানো হয় বলে ওই বিদ্যারয়ের ছাত্ররা জানান।
এব্যাপারে স্থানীয় মেম্বার রবিউল ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ডাকার কারনে বিদ্যালয়ে গিয়েছিলাম।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হকের মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com