আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাতলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
১৯ অক্টোবর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি রেব হয়ে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-প্রকৌশলী মেহেদুল ইসলাম এর সভাপত্বি আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল । এ সময় আরও বক্তব্য রাখেন প্রানি সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান, পরিসংখ্যান কর্মকর্তা সামিউল ইসলাম, সমবায় কর্মকর্তা হাওয়া বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা রুহুল আমিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতধোয়ার কলা-কৌশল শেখানো হয় এং প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সাবান উপহার দেওয়া হয়।
Leave a Reply