স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিসমিল্লাহ মেডিকেল ষ্টোরে রাতের আঁধারে তালা ভেঙ্গে ফ্রিজসহ ৮ লক্ষাধিক টাকার ঔষধ চুরির ঘটনা ঘটেছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে পৌরসদরের কৃষি ব্যাংকের নিচে বিসমিল্লাহ মেডিকেল ষ্টোরে এ চুরির ঘটনা ঘটে।
এঘটনায় সুধিজনরা বলছেন, সম্প্রতি সময়ে এলাকায় চোর ডাকাতের উৎপাত বেড়ে চলেছে। আইনের শাসন ব্যবস্থা সঠিকভাবে ব্যবহার না হওয়ায় গত কয়েকদিন আগে সদরের প্রাণকেন্দ্র ব্যবসায়ী খোকনের বাড়িতে ডাকাতি হয়েছে। অতিতে এরকম ঘটনা কখনো ঘটেনি। যা এখন প্রতিনিয়তই ঘটে চলছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না।
এ ব্যপারে বিসমিল্লাহ মেডিকেল ষ্টোরের স্বত্ত্বাধিকারী ও সোনাতলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল বলেন, গত রাতে পৌর সদরের কৃষি ব্যাংকের নিচে অবস্থিত বিসমিল্লাহ মেডিকেল স্টোরে রাত আনুমানিক ৩টার দিকে সাঁটারের তালা ভেঙ্গে একটি ফ্রিজসহ প্রায় ৮ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে সোনাতলা থানায় সাধারণ ডায়েরী প্রস্তুতি চলছে।
Leave a Reply