স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলার আসামি বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রবিউল আউয়াল বিপ্লব (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ১০টায় মহিলা কলেজের সামনে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত রবিউল আউয়াল বিপ্লব পৌরসভার ৬ ওয়ার্ড আগুনিয়াতাইড় গ্রামের মৃত নবাব আলী সরকারের ছেলে।
৫ আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেখ হাসিনা পদত্যাগের পরেই দেশ ছেড়ে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় সোনাতলায় বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে।
ওই দিন বিকেলে উপজেলা পরিষদের দক্ষিণ গেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলবুল দোকানসহ বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। এঘটনায় ২৩ আগষ্টে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামীনুর ইসলাম শামীম বাদি হয়ে ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। এ মামলাসহ দুটি রাজনৈতিক মামলার আসামি সে।
সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে আজ সকালে পৌরসভার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply