সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকার শিহিপুর গ্রামে মৃত কে এম হাসেন আলীর পুত্র বীরমুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম লিলটুর মৃত্যু হয়েছে। তাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২ এপ্রিল মঙ্গলবার সন্ধা ০৬ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম দীর্ঘ দিন ধরে এ্যাজমা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজা নামাজ সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল ও একদল চৌকশ পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত,
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহিদুল ইসলাস, সোনাতলা সংবাদের সম্পাদক আল মামুন, সোনাতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান রনি, আবুল কালাম আজাদ বাবু, আব্দুস সালাম প্রমুখ।
Leave a Reply