স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলা চত্বরে দি গ্লোবাল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে বুধবার সকাল ৯টায় কেজি স্কুল সমূহের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে কেজি স্কুল সমূহের সকল শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বৃত্তি প্রাপ্ত হয়েছে। কিন্তু কেবল প্রতিষ্ঠানগত বৈষম্যের কারণে চলতি বছরে পরীক্ষায় শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারায় মানসিক ভাবে আহত ও বৈষম্যের শিকার হচ্ছে।
বক্তারা আরও বলেন, চলতি বছরে কেজি স্কুলের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে অধিকার প্রদান করার জন্য জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির সোনাতলা উপজেলা শাখার সভাপতি জিএম খায়রুল আলম, বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দি গ্লোবাল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সোনাতলা উপজেলা শাখার সভাপতি এনামুল হক,
জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কূলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক, কেমব্রিজ চাইল্ড কেজি স্কুলের পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, মরিয়ম আক্তার মিম, মিথুন খাতুন, আমির সাহা ও নিউজা হাসান।
Leave a Reply