স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বৃদ্ধা জাহেরা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় পুত্রবধু সখিনা বেগম (৩৮) কে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আজ রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল শনিবার সন্দেহজনক ভাবে পুলিশ তাকে আটক করে।
সোনাতলা থানার ওসি (অফিসার ইনচার্জ) সৈকত হাসান বলেন, এঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। সন্দেহজনক আটক ছেলে বউকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, উপজেলার মধুপুর ইউনিয়নের গারামার গ্রামে শুক্রবার দিবাগত রাতে ছেলে হেলাল উদ্দিন শেখ তার স্ত্রী সখিনা বেগম ও ৭ বছরের কন্যা সন্তান তার মায়ের দেখা শুনা করার জন্য বাড়িতে রেখে রাত সাড়ে ৯টায় শাহফতেআলী বাসে টাঙ্গাইল মেয়ের বাসায় যায়। ভোর রাতে হেলালের স্ত্রী সখিনা বেগম শয়ন ঘরে চিল্লাচিল্লি করে। চিল্লাচিল্লি শুনে পাশের ঘরে থাকা চাচা শ্বশুর এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে হাত পা বাঁধা অবস্থায় ভাতিতা বউ সখিনাকে দেখতে পায়। তাকে জিজ্ঞাসা বাদে জানতে পারে ৮/১০ জনের অচেনা ব্যাক্তি বেঁধে রেখে তার বৃদ্ধ বড় ভাই বউকে গলা কেটে হত্যা করে। পরবর্তীতে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com