1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় বৃষ্টির পানিতে ভেঙ্গে গেছে চরপাড়া-হাটকরমজা সড়ক, যোগাযোগ বন্ধ

  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলার চরপাড়া-হাটকরমজা সড়কের ঠাকুরপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তাটি বৃষ্টির পানিতে ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক চরপাড়া-হাটকরমজা ভায়া ঠাকুরপাড়া জামে মসজিদসংলগ্ন স্থানে সড়কটি গত কয়েক দিনের অবিরাম বর্ষণে ধসে গেছে। এতে করে ওই পথ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বর্ষণে ঠাকুরপাড়া জামে মসজিদসংলগ্ন স্থানে রাস্তাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়েছে। প্রতিনিয়ত ওই সড়ক দিয়ে হাজার হাজার পথচারীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ বিষয়ে জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, রাস্তাটি এলজিইডি’র।

তাই ওই সড়ক সংষ্কার ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এলজিইডি’র। সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ। তাই এই সড়ক বন্ধ থাকলে পথচারীদের ভোগান্তি চরমে উঠবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, এ বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট