স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের দোয়া, ইউনুস খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ জানুয়ারী বুধবার পৌর এলাকায় আমলীতলা দারুলউলুম কওমি মাদরাসায় ইউনুস খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির সহ নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে। সেটা কোনোদিন সম্ভব হবে না, হতে দেবো না।
তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা করছি।
Leave a Reply