স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শুক্রবার বিকেলে ঘোড়াপীস্থ চাতালে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, শ্রমিক নেতা মোনারুল ইসলাম বিটু, যুবদল নেতা পাভেল,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান চাঁদ, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবিরসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com