স্টাফ রিপোর্টার: ‘মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ‘কর্পূর নিউ ফেস স্পোর্টিং ক্লাব গত আট বছর ধরে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে। আর এ টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন ‘কর্পূর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়’র বিগত সালের এসএসসি ব্যাচ। ঈদুল আযহা উপলক্ষে সবাই যখন নাড়ির টানে গ্রামে ফিরে আসেন ঠিক তখনই কর্পূর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টটির আয়োজন করা হয়ে থাকে।
ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ক্লাবটি। ১৪ জুন শনিবার বিকেলে ওই বিদ্যালয় মাঠে বিকাল ৫ টায় এস.এস.সি ব্যাচ ২০১৮ এবং ২০২৩ ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের এ খেলায় ২০২৩ব্যাচ বিজয় লাভ করে। মাঠে দর্শক সমাগম ছিলো চোখে পড়ার মত।
খেলা শেষে ওই বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের ছাত্র শামিম হোসেন খান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৯৩ ব্যাচের ছাত্র আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৯৮ব্যাচের ছাত্র এম রহমান সাগর। তারা দু’জনই তাদের বক্তব্যে আগামীতে জাঁকজমকভাবে এ টুর্নামেন্ট আয়োজনে ক্লাবটিকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২০০২ব্যাচের ছাত্র হাসিবুর রহমান হাসিব,২০০৪ব্যাচের ছাত্র আব্দুল মোমিন,২০১০ব্যাচের আশরাফি,২০০৩ ব্যাচের রোকনুজ্জামান রিপু প্রমুখ। শেষে অতিথিরা দুই দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় কর্পূর নিউ ফেস স্পোর্টিং ক্লাবের সকল সদস্য ও অত্র এলাকার প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
Leave a Reply