রিমন আহম্মেদ বিকাশ(স্টাফ রিপোর্টার): বগুড়ার সোনাতলায় শনিবার বিকাল ৩টায় স্হানীয় আদর্শ ক্লিনিকের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন “বগুড়া ব্লাড ডোনার সোসাইটি”র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইবনে আজম শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ ক্লিনিকের ব্যবস্হাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা সাজ্জাদুর রহমান চাঁদ।
সংগঠনের উপদেশ মন্ডলীর সদস্য এম আর হাসান রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দৈনিক নয়াদিগন্তের রিপোর্টার মিনাজুল ইসলাম,বগুড়া ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা রাকিব হাসান রাকিব।অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান রাকিব আগামী ২০২৫/২৬সালে জন্য ২বছর মেয়াদের জন্য মোহাম্মদ ইমরান হোসেনকে সভাপতি,
সাহাবুদ্দিন সিহাবকে সাধারণ সম্পাদক ও গোলাম রাব্বি আহাদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠান শেষে নবাগত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন।
Leave a Reply