সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় ভটভটি ও কার সংঘর্ষে ১ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
থানার এসআই শামীম ও স্থানীয়রা জানান, একটি কারগাড়ি (ঢাকা মেট্ট্রো-গ,৩২-৪১৭৭) ও একটি ভটভটি সোনাতলা থেকে বালুয়াহাটের দিকে যাচ্ছিল। যাবার পথে ছোট বালুয়া নামক স্থানে পৌঁছিলে কার গাড়িটি ভটভটিকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ভটভটির ধাক্কায় কারগাড়িটি রাস্তার পূর্ব পাশে ধানক্ষেতে ছিটকে পড়ে।
এ ঘটনায় ভটভটি চালক আসাদুল ইসলাম (৩৫) ও আরোহী সিজু (২২) আহত হয়। তিনি বড় বালুয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। চালকের পাশে থাকা আজাদ মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যায়।
কারগাড়ির চালক লাফ দিয়ে পালিয়ে যায় বলে থানার এসআই শামীম জানান, ভটভটির আরোহী নিহত ও চালক আহত ঘটনা ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কারগারি ও ভটভটিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com