সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ভারি বৃষ্টিপাতে ধ্বসে গেছে স্টেডিয়াম সংলগ্ন সাবরেজিস্ট্রি অফিসের সড়ক। রবিবারের এ বৃষ্টিতে সড়কটির বেহাল দশায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া পথচারী চলাচলও বন্ধ গেছে উপজেলা রোড থেকে স্টেশন রোডে যাওয়ার এ সড়কটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত দিনব্যাপী বৃষ্টিতে সড়কটি দেবে যায়। পাশের জলাবদ্ধতার কারণে সড়কটি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, জনগুরুত্বপূর্ণ এ সড়কটি যেন অতিসত্বর সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়।
Leave a Reply