স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে এটির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অফিস সুত্রে জানা গেছে এবার ৬ থেকে ১১মাস বয়সের ৩৩৩৮জন শিশুদের ও ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২৭৫৯২ জন শিশুদেল সেই সাথে প্রতিবন্ধী ৬৫জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এতে মোট ৩০৯৯৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো।
এসময়ে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুর রহিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ,জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ বলেন, অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায়। সেই সাথে শিশু মৃত্যুর ঝুঁকি কমায় ভিটামিন এ ক্যাপসুল।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com