স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের জোড়গাছা ইউনিয়নের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জোড়গাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।
ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক।
অনুষ্ঠানে যুবদলনেতা শফিকুল ইসলামও বক্তব্য রাখেন।
Leave a Reply