স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার মধ্য দিঘলকান্দী গ্রামের মরহুম মাওঃ আব্দুল বাছেত নিজামী চিশতী (রহঃ) এর ৪৫ তম ইছালে ছাওয়াব (ওরশ) অনুষ্ঠিত হবে আগামী সোমবার। পূর্ব বগুড়ার সর্ববৃহত এই ওরশ মাহফিলে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান ও ভক্তরা পীরের দরবার শরীফে আসে। সপ্তাহ ধরে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলে বিভিন্ন খ্যাতিমান বক্তাগনের ওয়াজের পাশাপাশি পবিত্র কোরআন খতম, হালকায়ে জেকের অনুষ্ঠিত হবে। পরে আখেরী দোয়া শেষে তবারক বিতরন করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। হাজারো ভক্তের পদচারনায় মুখরিত হবে পীরের দরবার শলীফ বলে মনে করছে ভক্তরা।
পীরের ছেলে পীরজাদা মাওঃ আব্দুল হালিম বলেন, সকল স্থানের মুরিদান ও ভক্তদের ইছালে ছাওয়াবের দাওয়াত দেয়ার চেষ্টা করেছি। ইতোমধ্যে তারা আসতে শুরু করেছে। প্রতি বছরের চেয়ে এবার ইছালে ছাওয়াব আরও ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply