স্টাফ রিপোর্টারঃ নানা কর্মসূচীতে বগুড়ার সোনাতলায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন,সোনাতলা উপজেলা ও পৌর শ্রমিক দল, গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদ,ভ্যান শ্রমিক ইউনিয়ন,দর্জি শ্রমিক ও হোটেল শ্রমিক ইউনিয়ন।
সোনাতলা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের অধিকার আদায়ে ১মে (বৃহস্পতিবার) সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সোনাতলা ফাযিল(ডিগ্রী) মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক শাহাবুদ্দীন।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা কমিটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাতলা উপজেলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম ও শ্রমিক নেতা আবু সাঈদ প্রমুখ।
অপরদিকে উপজেলা ও পৌর শ্রমিক দল যৌথভাবে র্যালী বের করে। র্যালী শেষে শহীদ সৈকত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা।
Leave a Reply