স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে আজ মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে সোনাতলা থানার এসআই মোঃ আঃ খালেক, এসআই মোঃ ইমরান হোসেন, এএসআই রমেন কুমার সাহা, এএসআই মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২০ পুরিয়া গাঁজা, এবং ৪১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উপজেলার পাকুল্লা ইউনিয়নের চালালকান্দী গ্রামের জহুরুল সরকারের ছেলে ফিরোজ আহম্মেদ (৩২) ও তার স্ত্রী সাহেরা বেগম (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com