আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় মাদক সম্রাজ্ঞী ছবি স্বামী শহিদুল সহ তিন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে পৌর এলাকায় সোনাতলা থানা পুলিশের অভিযানে চালিয়ে সুজাইতপুর রোডে কামালের ভাড়ার বাসা হতে ২গ্রাম হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারিরা হলো পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে শহিদুল ইসলাম, স্ত্রী ছবি খাতুন ও পৌর এলাকার চমরগাছা গ্রামের মৃত ছোলায়মান আলীর ছেলে ফারুক হোসেন। বিকেলে তাদেরকে পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। সোনাতলা থানার মাদক মামলা নং- ০৭।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com