রিমন আহম্মেদ বিকাশ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ে ‘পল্লীশ্রী এনজিও’র হোপ-প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) বিকেল ২টায় ওই স্কুলের হলরুমে সহকারী প্রধান শিক্ষক মো.রুহুল আমিন এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পল্লীশ্রী এনজিও’র হোপ-প্রকল্পেট এরিয়া কো-অর্ডিনেটর বেগম তৈয়বা মজুমদার।
তিনি তার বক্তব্যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ বক্স সক্রিয়করণ,বিদ্যালয়ে যৌন হয়রানি ও নিরাপত্তা বিষয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের টয়লেট সুবিধা ও পিরিয়ডের সময় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ, যৌন হয়রানি প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় যৌথ পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
নিজেদের করণীয় বিষয় উল্লেখ করে আরো বক্তব্য রাখেন, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.সুলতান মাহমুদ,শাহীনুর ইসলাম শাহিন,শাহনাজ পারভিন,শিক্ষার্থীর অভিভাবক রিমন আহম্মেদ বিকাশ,শিক্ষার্থী হাবিবুর রহমান, মোছা.নুসরাত জাহান প্রমুখ।
এ কর্মশালায় পল্লীশ্রী এনজিওর হোপ প্রকল্পের ফ্লিড কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, জয়ন্ত কুমার, শিক্ষক-শিক্ষার্থী, এসএমসি সদস্যগণ,অভিভাবকগণ, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের সিএসও সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply