আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোনাতলা উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবয় পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি প্রদান করেন।
এসময় তাদের দাবি তুলে ধরেন, সোনাতলার তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ দীর্ঘ ৯ মাস যাবৎ নতুন কারিকুলাম অনুযায়ী অধ্যায়ন করে আসছে। সরকার নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস প্রণয়ন করেছে। যা তাদের পূর্বের ৯ মাস যাবৎ অধ্যায়নকৃত সিলেবাস থেকে সম্পূর্ণ ভিন্ন।
নতুন এই সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা দেয়া তাদের পক্ষে কষ্টকর। তাই মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ভিডিও সংবাদ দেখুনঃ[embedyt] https://www.youtube.com/watch?v=9QL3w2aWaxs[/embedyt]
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com