আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় শাসন করায়, মায়ের উপর অভিমান করে রকিব নামে কলেজ পড়ুয়া এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। রকিব উপজেলার সদর ইউনিয়নের মন্ডমালা গ্রামের বেলাল হোসেন প্রধানের এক মাত্র ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে মা ছেলেকে শাসন করেন। মা শাসন করায়, মায়ের উপর অভিমান করে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পোনে ৮ ঘটিকায় মৃত্যুবরণ করেন।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় মর্গে নেয়া হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply