বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় রাম নারায়ণ বিহানী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরে মাসব্যপী প্রতি রাতে “দামোদর” মাস উপলক্ষে প্রদিপ প্রজ্জলন,সন্ধ্যা আরতি,শ্রীমদ্ভবদগীতা পাঠ শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেছেন উদযাপন কমিটি । এই উৎসব অনুষ্ঠানটি গত ৯ই অক্টোবর রবিবার থেকে শুরু হয়ে ১১ই নভেম্বর শেষ দিন শুক্রবার সকালে তিন শতাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্দির থেকে ঢোল,খোল করতাল,উলুধ্বনি সহ নগর সংকির্তন বাইগুনি,গড়চৈতন্যপুর হয়ে ৯কিলোমিটার পথ অতিক্রম করে আবার কেন্দ্রীয় মন্দিরে এসে বিরতি ঘটে এবং দুপুরে শ্রীকৃষ্ণের ভোগ প্রসাদ ভক্তদের মাঝে বিতরন করা হয় । মাসব্যপী এ অনুষ্ঠানটিতে শাস্ত্রপাঠ,কির্তন,ভজন পরিচালনা করেন জগৎপতি নারায়ন দাস (জয়দেব)প্রভু । অনুষ্ঠানে এসে সনাতন ধর্মাবলম্বী শাস্ত্রবিদরা বললেন, পরোমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর ।”দাম” শব্দের অর্থ রজু বা রশি,”উদর” শব্দের অর্থ পেট । শ্রীকৃষ্ণের “মা”যশোদা নন্দরানী কর্তৃক যার উদরে দাম বা রশি দিয়ে বন্ধন হয়েছে তিনিই দামোদর । শাস্ত্রে আরো কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যখন তার বন্ধু বা শখাদের নিয়ে দুষ্টুমি করতেন তার মা যশোদা দরি দিয়ে কৃষ্ণকে বাঁধতে চেয়ে ঘরে রক্ষিত সমস্ত দরি দিয়েও কৃষ্ণকে বাঁধতে পারে নি এর কারণ যতই বাঁধার চেষ্টা করে ততই দরি কমে যায় । তখনও মা যশোদা জানতেন না তার এই অবুঝ শিশুটাই হচ্ছে কলিহত জিব উদ্ধারে এ জাগতিক জগতে তিনি অর্ভিভুত হয়েছেন । শাস্ত্রবিদরা বললেন এই জাগতিক জগতের সমস্ত দরি দিয়ে তাকে বাধা যাবে না । তাকে একমাত্র প্রেম ও ভক্তির দরি দিয়ে বাঁধা যাবে । শাস্ত্রবিদ জয়দেব প্রভু প্রতিনিধিকে বলেন,যিনি জগৎপতি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দরি দিয়ে বাঁধতে চেয়েছিলেন মা যশোদা জানতেন না সেই কোলের শিশুটিই বিশ্বব্রম্ভান্ডের মালিক । উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন সাহা বলেন,সুদির্ঘ দিন পরে এ ধরনের অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লাগছে । আমি আশা করি আয়োজক কমিটি প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে । আয়োজক কমিটির সদস্য নিতাই লাল সাহা, গৌতম সাহা, দিপক সাহা,মিঠু সাহা,উজ্জল মহন্ত বলেন, সনাতন ধর্ম সম্পর্কে নতুন প্রজন্মদের জানাতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সোনাতলা পৌর পিতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে বলেন, আমি আপনাদের সাথে সব সময় আছি তবে আগেও এই মন্দির সংস্কারের জন্য টাকা বরাদ্দ দিয়েছি এবং পৌরসভার পক্ষে থেকে ১লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন এবং উপস্থিত ভক্তবৃন্দের আর্শিবাদ(দোয়া) চাইলেন । অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার তিনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং তিনি দুর্গা মন্দির সংস্কারের জন্য ২লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা করেন ।এ সময়ে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান,ওসি তদন্ত কামাল হোসেন, মন্দির কমিটির সভাপতি পঙ্কজ সাহা,দিলিপ গুপ্ত, বিকাশ চন্দ্র স্বর্নকার সহ দুই হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply