স্টাফ রিপোর্টারঃ আজ বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজামান লীটন। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী মাহাবুবুল হক, থানা অফিসার ইনচার্জ বাবু কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাসিবুল হাসান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েত রশিদ, অতিরিক্ত দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্তকর্তা মাঈনুল হক, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম।
উপস্থিত ছিলেন, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল সহ আরো অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে দ্বিতীয় বার উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সহ উপজেলা অফিসার্স ক্লাব, সকল ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীগণ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com