আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় তৌহিদুর রহমান নামের একজন বীর মুক্তিযোদ্ধাকে হামলা ও মারপিট সহ প্রাননাশের হুমকীর ঘটনায় ৬’ই জানুয়ারি শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তিনি উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত তছলিম উদ্দিন প্রামাণিক এর ছেলে।
জিডি সুত্রে জানা যায়, এলাকার মৃত আজিম উদ্দিন প্রামাণিক এর ছেলে মোঃ শহিদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমানের চাচাতো ভাই।
সেইমুলে উভয়েই পৈতৃক সম্পত্তিতে পাশাপাশি বাড়ি ঘর করে দির্ঘদিন যাবত বসবাস করে আসছে।
দির্ঘদিন যাবৎ শহিদুল ইসলাম বশির তার সহযোগী মৃত মন্তেজার রহমানের ছেলে মোঃ পান্নু মিয়া (৩৫), স্ত্রী পান্না বেগম(৪৫), শহিদুল ইসলামের মেয়ে পপি বেগম (৩৫), শিরি বেগমের ছেলে শিহাব (২৬) গনদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমানের বাড়ির সিমানায় থাকা গাছ কেটে নেওয়ার হুমকি সহ তার বাড়িঘর ভাঙ্গার হুমকি প্রদান করে আসছে।
এর একপর্যায়ে গত ৬’জানুয়ারি শুক্রবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান বাড়িতে কাজ করাকালে শহিদুল ইসলাম উল্লেখিত বিবাদীদের সাথে করে নিয়ে তার বাড়িতে এসে বলে তোর বাড়ির জায়গা আমার। এই বাড়ি ভেঙ্গে নিয়ে অন্য জায়গায় চলে যা।
এসময় তৌহিদুর রহমান বিবাদীদের কথা মতো বাড়ি ভাঙ্গতে অস্বীকার করলে উল্লেখিত বিবাদীরা তাদের হাতে থাকা বাশের লাঠি, কাঠের বাটাম দিয়ে বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান সহ তার ছেলে ও মেয়েকে মারধর করে এবং বিভিন্ন প্রকার গালাগাল সহ প্রকাশ্যে মেরে ফেলার হুমকি প্রদান করে। সেই সাথে বলে তাদের সবাইকে মেরে গুম করে রাখবে।
জিডিতে আরো উল্লেখ করেন, বিবাদীরা বিপদে ফেলার জন্য তাদের বাড়ির মেয়ে লোকদের গ্যানজাম করতে লাগিয়ে দেয় এবং নারী নির্যাতন মামলাসহ মিথ্যা মামলা করবে বলে হুমকি প্রদান করেন।
এছাড়াও বিবাদীরা ইতিপূর্বে মিথ্যা মামলা করে বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলেছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply