স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় দীর্ঘদিন ধরে চালিয়ে আসা চোরাই সংযোগ বিচ্ছিন্ন করলো সোনাতলা জোনাল পল্লী বিদ্যুৎ অফিস। স্থানীয়রা জানিয়েছে,পৌরসভার ৯নং ওয়াডের কানুপুর গ্ৰামের মৃত আঃ কাদের আকন্দের ছেলে মোঃ আব্দুল হামিদ আকন্দ অনেক আগে থেকেই চোরাই ভাবে মেইন লাইনে হুক এর মাধ্যমে সংযোগ লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। ফলে চোরাই সংযোগ ব্যবহার করে তিনি নিয়মিত ইলেকট্রনিক মটর দিয়ে পানি উত্তোলন করে পুকুর সহ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে আসছেন। তবে আঃ হামিদ আকন্দ প্রায় বছর দুয়েক আগেও একই ধরনের অপরাধে ৭০হাজার টাকা জরিমানা আদায়ও করেছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি।
বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি ০২এর সোনাতলা জোনাল অফিসের(ওএনএম)মোঃ জোবায়ের ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে আমরা কানুপুর গ্ৰামের আঃ হামিদের নিজের ঘরে মেইন সুইচ বসিয়ে মেইন লাইনে হুক লাগিয়ে অবৈধ ভাবে সংযোগ নিয়ে ইলেকট্রনিক মটর দিয়ে পানি উত্তোলন করে আসছে। আমরা সে সময়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
চোরাই বিদ্যুৎ ব্যবহার বিষয়ে জানতে চাইলে আঃ হামিদ আকন্দ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এটি চক্রান্ত। তিনি এ ধরনের ঘটনার সাথে জরিত না বলে জানান।
এবিষয়ে ওই অফিসের ডিজিএম উত্তম কুমার সাহা বলেন, অফিসের নির্দেশিকা অনুযায়ী তার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে যথাযত আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com