আব্দুর রাজ্জাক,ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আগামী ১লা মে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার সকালে সোনাতলা প্রেসক্লাব ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নিপুণ আনোয়ার কাজল।
সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলির সদস্য ইকবাল কবির লেমন, উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাকিকুল হাসান লিটন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী মে দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল শ্রমিকদের কাছে বার্তা দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply